বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুরূপী। ইতিমধ্যেই কালেকশনে প্রায় ৮ কোটির ঘরে চলে গেছে এই ছবি। এ কথা তো নিঃসন্দেহে বলা যেতে পারে, বাংলা ছবির এই মুহূর্তে বেশ ভালো সময় যাচ্ছে। তবে শুধু এখানেই শেষ নয়, তাদের পরবর্তী ছবি ‘ আমার বস ‘ এবার জায়গা করে নিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া,গোয়া’ র ইন্ডিয়ান প্যানারোমা বিভাগে। অর্থাৎ, লক্ষ্মীলাভের পাশাপাশি এবার পরিচালকদের মুকুটে রইল নয়া পালক।
‘আমার বস’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার। পাশাপাশি অন্য একটি চরিত্রতে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ নিজেই। এছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জিকে। অন্যান্য চরিত্রে দেখা যাবে শ্রুতি দাস, আবেরি সিংহ রয়, সৌরসেনী মৈত্র সহ আরো অনেককে।
বহুরূপী ছবির পর থেকে দর্শকদের মনে বেড়েছে আরো ভালো ছবি পাওয়ার প্রত্যাশা। অতএব এ কথা বাজি রেখে বলা যেতে পারে, তাদের এই নতুন ছবিও দর্শকদের নিরাশ করবে না। তবে এই ছবি কবে মুক্তি পাবে সে নিয়ে এখনো কিছু জানাননি নির্মাতারা।