বাংলা সিনেমায় অ্যাকশান প্যাকড ছবির চল আগেও ছিল,এখনও আছে। তবে বদলেছে ছবির গল্পের ধরণ। আর অ্যাকশান প্যাকড সিনেমার কথা উঠলে ‘চ্যালেঞ্জ ২’ ছবির কথা বলতেই হয়। সেই ছবি পা দিল ১২ বছরে। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন সুপারস্টার দেব এবং পূজা ব্যানার্জী । শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজা চন্দ।
সেই সময়ে দাড়িয়ে বেশ ভালোই বক্স অফিস সাফল্য এনেছিল এই ছবি। পাশাপাশি ছবির গানও দর্শকের নজর কেড়েছিল। বিশেষ করে “পুলিশ চোরের প্রেমে পড়েছে” গানটি পেয়েছিল বহুল জনপ্রিয়তা।‘ চ্যালেঞ্জ ২’ ছবিতে দেব এবং পূজা ছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন আশিস বিদ্যার্থী,রজতাভ দত্ত, ভরত কল, তুলিকা বসু, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়,লাবনী সরকার, জয়জিত ব্যানার্জী সহ আরো অনেকে।
এক কথায় বলতে গেলে, বাংলা ছবির দুনিয়ায় অন্যতম অ্যাকশান প্যাকড ছবি ‘চ্যালেঞ্জ ২’ । এই ছবির প্রিকুয়াল ‘চ্যালেঞ্জ’ ও পেয়েছিল বিশাল জনপ্রিয়তা। সেই ছবিতে অবশ্য দেবের বিপরীতে দেখা গেছিলো শুভশ্রীকে। সিকুয়ালের মতই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল ‘চ্যালেঞ্জ’। ১ যুগ পেরিয়ে গেলেও আজও লোকে মনে রেখেছে ‘চ্যালেঞ্জ ২ ‘কে। Itsmajja Bangla র পক্ষ থেকে শুভেচ্ছা রইল এই ছবির জন্য।