সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতা দিবসে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখার্জি পরিচালিত মৃণাল সেনের জীবন অবলম্বনে ‘পদাতিক’। স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতবাসীর কাছে আবেগের দিন, গর্বের দিন। তাই মৃণাল সেনের মতো বরেণ্য ব্যক্তির বায়োপিক মুক্তির জন্য এই দিনটি বেছে নিয়েছিলেন পরিচালক। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীর নজরকাড়া অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। তাঁর বিপরীতে গীতা সেন-এর ভূমিকায় দেখা গেছে মনামি ঘোষকে। এই ছবির একটি গানে প্রথমবার জুটি বেঁধেছেন সোনু নিগম ও অরিজিৎ সিং।
এই ছবিতে মৃণাল সেন-এর ছ’টি লুকে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। মৃণাল সেন-এর কিশোর বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কোরক সামন্তকে। ছবির গল্পে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে এসেছে। প্রসঙ্গত, ‘পদাতিক’ দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে। সেই সময় বক্স অফিসে একগুচ্ছ ছবির সঙ্গে লড়াইয়ে সামিল হয়েছিল সৃজিতের পদাতিক। তারপরও যুদ্ধে জিতে ৫০ দিনে পা দিল ছবিটি । পরিচালক নিজে খুবই আশাবাদী ছিলেন পদাতিক নিয়ে, পেয়েছেন আশাতীত প্রতিক্রিয়া মৃণাল পুত্র কুনাল সেনের থেকে। আবেগে আপ্লুত দর্শকমহল থেকে অনুরাগীবৃন্দ সকলেই। কেক কেটে পরিচালক এবং প্রযোজক উদযাপন করলেন ’৫০-এ পদাতিক’।