শরীরে কাঁটাছেড়ার দাগ! কথা বলতে গিয়ে সমস্যা! হল কি অভিষেক বচ্চনের? নাহ, কিছুই হয়নি তার। সুজিত সরকারের পরিচালনায় আসছে নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’। মুখ্য ভুমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। আজই মুক্তি পেলো ছবির ট্রেলার।
ছবিতে একেবারে এক ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে অভিষেককে। কোনও এক কঠিন শারীরিক সমস্যা রয়েছে তার। যার ফলে বেশিদিন বেঁচে থাকার সম্ভাবনা নেই তার। তাই হয়ত সে কথা বলতে চায়। এই নিয়েই ছবির গল্প। অভিষেকের পাশপাশি ছবিতে রয়েছেন জনি লিভার,জয়ন্ত ক্রিপালিনী,পার্লি দে সহ আরও অনেকে।
আগামী ২২ শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। সুজিত- অভিষেকের জুটিকে বড় পর্দায় দেখতে ইতিমধ্যেই উন্মাদনায় রয়েছে দর্শকমহল। বিগত কয়েক বছরে বেশ কয়েকটি ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন অভিষেক। পাশাপাশি, সুজিত সরকার এর আগে আমাদের উপহার দিয়েছেন পিকু, অক্টোবর, সর্দার উধামের মতো ছবি। তাই এই জুটি বড়পর্দায় ম্যাজিক ঘটাতে পারবে বলে আশা করা যায়।