জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচই তে আসছে নতুন সিরিজ তালমার রোমিও জুলিয়েট। উইলিয়াম শেক্সপিয়ারের গল্প ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ গল্পের অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্পণ গড়াই। চিত্রনাট্য লিখেছেন দূর্বার শর্মা। সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
ভালবাসা জারি থাকার গল্প বলবে ‘তালমার রোমিও জুলিয়েট। সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে নতুন মুখ দেবদত্ত এবং হিয়াকে। পাশপাশি খল চরিত্রে রয়েছেন অনির্বাণ। এছাড়াও সিরিজে দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায়,কমলেশ্বর মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
সিরিজটি মুক্তি পাবে ১৫ ই নভেম্বর। এর আগে সৃজনশীল পরিচালনার দায়িত্বে প্রত্যেকবারই দর্শকমহলে সাড়া ফেলেছেন অনির্বাণ। তার এই নতুন সিরিজে কতোটা চমক দিতে পারে, সেটাই দেখার।