সত্য ঘটনা অবলম্বনে আসছে নতুন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। মুখ্য ভূমিকায় রয়েছেন ভিক্রান্ত মাসী, রাশি খান্না, রিধি ডগরা সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করছেন ধিরজ সরনা। বালাজি টেলিফিল্মসের পরিবেশনায় ছবিটি প্রযোজনা করছে ভিকির ফিল্মস। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার।
মূলত একটি সত্য ঘটনায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে এ ছবির প্রেক্ষাপট। এখানে একজন ক্যামেরাম্যানের ভূমিকায় দেখা যাবে ভিক্রান্ত মাসীকে। অন্যদিকে রিধি ডগরাকে দেখা যাবে একজন রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে রিধি ডগরা কে। পাশাপাশি অন্য একটি চরিত্রে দেখা যাবে রাশি খান্না কে।
আগামী ১৫ ই নভেম্বর মুক্তি পাবে এই ছবি। টুয়েলথ ফেল ছবির জন্য ভুয়সী প্রশংসা পেয়েছেন ভিক্রান্ত। অন্যদিকে রাশি খান্না বা রিধি ডগরাও দর্শকমহলে বেশ জনপ্রিয়। আশা করা যায়, এই ছবি বক্স অফিসে বেশ ভালো সাফল্য আনবে।