মঞ্চ থেকে ক্যামেরার সামনে, ছোট পর্দা থেকে বড় পর্দা, সবেতেই দর্শকের মনে জায়গা করেছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। তবে থিয়েটার জগতেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি। ১৯৩৮ সালের ২২ শে ডিসেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি।
থিয়েটার হোক বা বড়পর্দা, বহু নাটক বা ছবিতে তিনি অভিনয় করলেও দর্শক তাকে মনে রাখবে ‘বাঞ্ছারামের বাগান’ ছবির জন্য। সেই ছবিতে বাঞ্ছারামের ছবিতে অসামান্য অভিনয় করেন তিনি। এছাড়াও বিভিন্ন ছবিতেও দর্শকের নজর কেড়েছেন এই কিংবদন্তি। সত্যজিৎ রায়, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদারের মতো তাবড় তাবড় পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বড় পর্দায় মূলত তিনি দর্শকের সামনে ধরা দিয়েছেন খল এবং হাস্যকৌতুক চরিত্রে।
অভিনয়ের পাশাপাশি প্রায় ১০০ টির ওপর নাটক লিখেছেন মনোজ মিত্র। যার মধ্যে ‘সাজানো বাগান’, ‘চোখে আঙুল দাদা’,‘কালবিহঙ্গ’, ‘দেবী সর্পমস্ত’ ভীষণ গুরুত্বপূর্ণ। ‘সাজানো বাগান’ গল্প টিকে অবলম্বন করেই তপন সিংহ বানিয়েছিলেন বাঞ্ছারামের বাগান ছবিটি।
থিয়েটার এবং চলচ্চিত্র জগতের জন্য অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার পেয়েছেন মনোজ মিত্র। নাট্যকার হিসেবে তিনি পেয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার(১৯৮৫),কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার (১৯৮৬), পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার(১৯৮৩,১৯৮৯) ইত্যাদি। পাশাপাশি দীনবন্ধু পুরস্কার, কালাকার পুরস্কার, ইস্ট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।
আজ ১২ ই নভেম্বর, সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মনোজ মিত্র। আমরা তার বেদেহী আত্মার শান্তি কামনা করি।