বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসকে দেখা যাবে বাংলায়! হ্যাঁ,পরিচালক সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে নতুন ছবি সরলাক্ষ হোমস। যেখানে শার্লকের চরিত্রে থাকবে ভরপুর বাঙালীয়ানা। এখানে তাঁর নাম দেওয়া হয়েছে সরলাক্ষ। এখানে সরলাক্ষর চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভ বসুকে। ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিস।
সূত্রে খবর, শার্লক হোমসের অন্যতম কালজয়ী গল্প ‘দ্য হাউন্ড অফ দি বাসকারভিলস’ গল্পের অবলম্বনে তৈরি হয়েছে এ ছবির প্রেক্ষাপট। পাশাপাশি ছবিতে থাকছেন অর্ণ মুখোপাধ্যায়। এছাড়াও ছবিতে থাকছেন গৌরব চক্রবর্তী,কাঞ্চন মল্লিক,শতাফ ফিগার,সাহেব চট্টোপাধ্যায়,রাজনন্দিনী পাল,প্রিয়া কাফিয়া সহ আরও অনেকে।
এই ছবি কবে মুক্তি পাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। সম্ভবত নতুন বছরে আসতে পারে এই ছবি। বাঙালীয়ানার মোড়কে এই সরলাক্ষ কে দেখতে যে সিনেপ্রেমীরা হলে ভিড় করবেন, তা বেশ বোঝা যাচ্ছে।