New movie Pushpa 2 trailer: “পুস্পা….…ঝুকেগা নেহি!” আশা করাই যায় প্রত্যেক সিনেপ্রেমীরই এই সংলাপ জানা। আবারও বড়পর্দায় আসছে পুস্পা। সম্প্রতি মুক্তি পেয়েছে পুস্পা ২ এর ট্রেলার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আল্লু অর্জুনের বিপরীতে রয়েছেন অভিনেত্রী রস্মিকা মান্দানা। ছবিটি পরিচালনা করেছেন সুকুমার। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
ছবিতে আল্লু অর্জুন এবং রস্মিকা মান্দানা ছাড়াও থাকছেন অভিনেতা ফাহাদ ফাসিল। ছবিতে এবারও পুলিশের ভূমিকায় থাকছেন তিনি। তবে এই ছবিতে থাকতে চলেছে একাধিক চরিত্র। ইতিমধ্যেই ট্রেলারে তার ঝলক দেখা গেছে। ‘পুস্পা’র গল্পরই পুনরাবৃত্তি হতে চলেছে এই স্মাগ্লিং নিয়েই এ ছবির গল্প।

আরও পড়ুন- 18 on screen- এ Itsmajja Bangla র মুখোমুখি রাইমা সেন
চলতি বছরের ৫ই ডিসেম্বর বড় পর্দায় আসছে পুস্পা ২ দ্য রুল। ট্রেলার বেরনোর পর ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। এর আগে পুস্পা ছবির সময় বক্স অফিসে সাড়া ফেলছিল সেই ছবি। অতএব এ ছবি দেখতেও যে দর্শক হলমুখী হবেন, তা বোঝা যাচ্ছে ইতিমধ্যেই।