New movie Sikandar ki muqaddar: জনপ্রিয় ওটিটি অ্যাপ নেটফ্লিক্সে আসছে নতুন ছবি সিকান্দার কি মুকাদ্দার। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন তামান্না ভাটিয়া, জিমি শেরগিল, অবিনাশ তিওয়ারি। ছবিটি পরিচালনা করেছেন নীরজ পাণ্ডে। এর আগে স্পেশাল ওপস, এম এস ধোনি মতো ছবি পরিচালনা করেছেন। সম্প্রতি বেরিয়েছে ছবির ট্রেলার।
দামি হীরে চুরি যাওয়া নিয়েই তৈরি হয়েছে এ ছবির প্রেক্ষাপট। ছবিতে একজন অফিসারের ভূমিকায় দেখা যাবে জিমি শেরগিলকে। একটি হীরে প্রদর্শনীতে আচমকাই হয় ডাকাতি। ফলে চুরি যায় কোটি টাকার হীরে। এর নেপথ্যে কার হাত আছে, তাই নিয়েই এ ছবির গল্প। ছবিতে হীরে প্রদর্শনীর একজন তত্ত্বাবধায়কের ভূমিকায় রয়েছেন তামান্না।
আরও পড়ুন- WEEKLY HOROSCOPE: সাপ্তাহিক রাশিফল
আগামী ২৯ শে নভেম্বর মুক্তি পাবে এই ছবি। ওটিটির পর্দায় এই ছবি কতোটা জনপ্রিয় হয়, সেই প্রশ্নই এখন সিনেমা মহলে।