‘দিদি, রেলগাড়ি দেখবি না?’ সংলাপ শুনলে অনেকেরই মনে পড়ে যায় সেই হৃদয় মর্মস্পর্শী দৃশ্যের কথা আজও বাঙালির মনে গেঁথে আছে। আর মনে পড়ে সেই কালজয়ী দুই চরিত্র অপু আর দুর্গার কথা। এবার আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন দুর্গা। হ্যাঁ, প্রয়াত হলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে জীবনাবসান হল তাঁর।

দুর্গার চরিত্রে উমা দাশগুপ্ত।
ছোটবেলা থেকেই সিনেমা-নাটক নিয়ে ঝোঁক ছিল উমা দেবীর। খুব বেশি ছবিতে অভিনয় না করলেও কৌশিক গাঙ্গুলির ‘অপুর পাঁচালি‘, ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে দেখা গেছে তাকে। তবে তিনি আপামর বাঙালির মনে থেকে যাবেন ‘দুর্গা‘ হয়ে।

অপু- দুর্গা।