এ এক হার না মানা মানুষের গল্প। মারণ রোগ ক্যান্সারকে জয় করার কাহিনী। সম্প্রতি মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত নতুন ছবি ‘I want to talk’। মুখ্য ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। পাশাপাশি ছবিতে রয়েছেন জয়ন্ত ক্রিপালানী, জনি লিভার, পার্লি দে,আহিল্যা বাম্রু সহ আরও অনেকে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে রাইসিং সান ফিল্মস।
ছবিতে সবার অভিনয় অনবদ্য। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন অভিষেক বচ্চন। তিনি এই ছবির প্রাণকেন্দ্র। তার অভিনয়ে সত্যিই জীবন্ত হয়ে উঠেছে এই চরিত্র। আর বলতে হবে অভিষেকের মেয়ের ছোটবেলার চরিত্রে শিশুশিল্পী পার্লি দের কথা। তার সঙ্গে অভিষেকের কথোপকথন এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি বড় বয়সে মেয়ের চরিত্রে আহিল্যা বাম্রুর কথাও না বললে নয়। তারও অভিনয়ের প্রশংসা করতে হবে। ছবিতে জনি লিভারের দৃশ্য খুব বেশি না থাকলেও তিনি কম দৃশ্যেই বাজিমাত করেছেন। এছাড়াও জয়ন্ত ক্রিপালানীও দারুণ অভিনয় করেছেন।
আরও পড়ুন- New series Kalratri hoichoi coming soon:‘দেবী’ রূপে সৌমিতৃষা, আসছে ‘কালরাত্রি’
ছবির গানও ভীষণ সুন্দর। বিশেষ করে তাবা চাকের গাওয়া গানগুলি বেশ ভালো। এই ছবিতে বিজিএমের দায়িত্বে রয়েছেণ জর্জ জোসেফ। বিশেষ করে ‘দিল ঘাবরায়ে’ গানটি খুবই ভালো।
ছবিতে ক্যামেরার কাজ অসাধারণ। চিত্রগ্রাহকের ভূমিকায় এখানে রয়েছেন অভীক মুখোপাধ্যায়। বিশেষ করে কিছু দৃশ্য খুবই ভালো ভাবে শুট করা হয়েছে। পাশাপাশি ছবির মেকআপের কাজও ভীষণ ভালো।
আরও পড়ুন- Housefull 5 coming soon:আবারও বড়পর্দায় কমেডি, আসছে ‘হাউসফুল ৫’
এ ছবির ইতিবাচক দিকই এ ছবির নেতিবাচক দিক, তার কারণ এ ছবি সবার জন্য নয়। যদি পরিচালকের আগেকার ছবি অর্থাৎ পিকু,অক্টোবর এই ধরণের ছবি ভালো লেগে থাকলে এ ছবি তাদের ভালো লাগবে। যারা অ্যাকশান প্যাকড ছবি পছন্দ করেন, তাদের কাছে ওতটাও ভালো নাও লাগতে পারে। সবমিলিয়ে বলা যেতে পারে, বর্তমান সময় দাঁড়িয়ে ‘I want to talk’ বেশ সুন্দর একটি ছবি। তাহলে আর দেরী কেন? আজই আপনার কাছে সিনেমা হলে গিয়ে দেখে আসুন এই ছবি।
রেটিং – ৮.৫/১০