“আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে”। হ্যাঁ, ঠিক এমনটাই শুনতে পাওয়া গেলো যীশু সেনগুপ্তের চরিত্রের গলায়। সম্প্রতি মুক্তি পেলো সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি ‘খাদান’ ছবির প্রি ট্রেলার। ছবিটি পরিচালনা করছেন সুজিত রিনো দত্ত। ছবিটির যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস এবং দেব এনটারটেনমেনট ভেঞ্ছারস। বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিলো ছবির টিজার।
কয়লাখনির অন্ধকার জীবনের গল্প বলবে ‘খাদান’। পাশাপাশি দুই বন্ধুরও গল্প বলবে এই ছবি। এখানে দুই বন্ধুর চরিত্রে থাকছেন দেব এবং যীশু সেনগুপ্ত। পাশাপাশি ছবিতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পল। এছাড়াও ছবিতে দেখা যাবে সুজন নীল মুখোপাধ্যায়, রাজা দত্ত, সুমিত গাঙ্গুলী সহ অন্যান্যরা। আবারও অনেক দিন বাদে মাস অ্যাকশান অবতারে বড়পর্দায় দেখা যাবে দেব কে। অন্যদিকে, আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব এবং যীশুকে।
খুব সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান। যে গান গুলির নাম ‘ হায় রে বিয়ে’ এবং ‘ রাজার রাজা।’ দুটি গানই ইতিমধ্যে দর্শকমহলে পেয়েছে বহুল জনপ্রিয়তা। পাশাপাশি ইউটিউবেও ট্রেনডে এই ছিল এই গান।
আরও পড়ুন- এবার বড় পর্দায় ‘রাপ্পা রায়’!
আগামী ২০ শে ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। বড়পর্দায় আবারও ফিরছে মাস অ্যাকশন। ছবির প্রথম ঝলকই কেড়েছে দর্শকের নজর। আশা করা যাচ্ছে, এই ছবি বক্স অফিসে রীতিমত ঝড় তুলতে পারে।