Rishab shetty as Chhatrapati Shivaji:‘কান্তারা’ ছবির জন্য তিনি দর্শকমহলে পেয়েছেন বহুল জনপ্রিয়তা। এমনকি সমালোচক মহলেও ভীষণভাবে প্রশংসিত হয়েছে এই ছবি। পাশাপাশি, জাতীয় পুরস্কারও পেয়েছে এই ছবি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি অভিনেতা ঋষভ শেট্টির কথা। এবার তিনি আসছেন মহাবীর শিবাজির চরিত্রে। ছবিটির নাম রাখা হয়েছে ‘ছত্রপতি শিবাজি মহারাজ’। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সিং।
তিনি ছাড়া আর কোন অভিনেতা-অভিনেত্রী থাকবেন,তা নিয়ে এখনও কিছু বিশদে জানা যায়নি। সমগ্র মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে এক যোদ্ধার কাহিনী বলবে এই গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির একটি পোস্টার।
আরও পড়ুন- অস্কার মনোনয়নে এবার পণ্ডিত বিক্রম ঘোষ,ইমন চক্রবর্তী!

ছবির পোস্টার।
সূত্রে খবর, ২০২৭ র ২১ শে জানুয়ারি আসছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবি নিয়ে দর্শকমহলে শুরু হয়েছে উচ্ছাস। আগের ছবি কান্তারা ও বক্স অফিসের পাশাপআশি দর্শক মহলে পেয়েছে দুর্দান্ত সাফল্য। এখন এটাই দেখার যে এই ছবি দর্শক মহলে কতোটা জনপ্রিয়তা লাভ করে।

কান্তারা ছবিতে ঋষভ।