বড়পর্দায় আসছে নতুন বাংলা ছবি ‘ভাগ্যলক্ষ্মী’। ছবিটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির একটি পোস্টার। ছবির পরিবেশনায় রয়েছেন প্রদীপ কুমার নন্দী। ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন অনুপম রায়।
ছবিতে ঋত্বিক এবং সোলাঙ্কি ছাড়াও রয়েছেন যুধাজিৎ ব্যানার্জি, অরিত্র গাঙ্গুলী, দেবপ্রিয় মুখার্জি সহ আরও অনেকে। এছাড়াও ছবিতে দেখা যাবে স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, সুব্রত দত্তকে। মূলত একটি ব্যাগকে কেন্দ্র করে কীভাবে ঘনিয়ে উঠবে রহস্য, তাই দেখানো হবে এই ছবিতে। এ ছাড়া গল্প সম্পর্কে খুব বিশদে জানা যায়নি।
আরও পড়ুন- অস্কার মনোনয়নে এবার পণ্ডিত বিক্রম ঘোষ,ইমন চক্রবর্তী!
নতুন বছরে ১০ ই জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এর আগে মৈনাক ভৌমিকের বহু ছবি দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘জেনারেশন আমি’ ছবিটি দর্শক মহলে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। আশা করা যায়, এই ছবিও দর্শকমহলে জনপ্রিয়তা পাবে।