New movie Vanvaas: বেনারসে গিয়ে হঠাৎ নিখোঁজ হলেন নানা পাটেকর। ব্যাপার কি? না, সেরম কিছুই নয়। বড় পর্দায় আসছে নতুন ছবি বনবাস। যেখানে মুখ্য চরিত্রে আছেন নানা পাটেকর। ছবিটি পরিচালনা করছেন অনিল শর্মা। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মিথুন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
পরিবারের সঙ্গে বেনারসে বেড়াতে এসে হটাৎই বিচ্ছিন্ন হয়ে যায় নানা পাটেকরের চরিত্রটি। এরপর থেকে ঘটনা কোন খাতে বয়, তারই গল্প বলবে এই ছবি। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে উৎকর্ষ শর্মা। সে সবাইকে সাহায্যর হাত বাড়িয়ে দেয়। তার চরিত্রই নানা পাটেকরের চরিত্রকে সাহায্য করবে। মূলত এমনটাই গল্পের প্রেক্ষাপট। এছাড়াও ছবিতে দেখা যাবে সিমরত কর এবং রাজপাল যাদব কে।
আরও পড়ুন – New movie BhaggoLakkhi:বড়পর্দায় আসছে ভাগ্যলক্ষ্মী, মুখ্য ভূমিকায় ঋত্বিক,সোলাঙ্কি
আগামী ২০ শে ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। নানা পাটেকরের অভিনয়ের কথা আলাদা করে কোন সিনেপ্রেমীকে বলার কোন জায়গা নেই। পাশপাশি গাদার ২ ছবিতে উৎকর্ষ শর্মার অভিনয় মুগ্ধ করেছে সকলকে। ট্রেলার বেরোনোর পরই দর্শকদের প্রশংসা পাচ্ছে এই ছবি। তার প্রতিফলন বড়পর্দাতেও পড়বে বলে আশা করা যায়।