5 no. Swapnomoy Lane Trailer: আমাদের গল্প’ ছবির পর আবারও পরিচালকের ভূমিকায় দেখা গেলো অভিনেত্রী মানসী সিনহাকে। তার এই নতুন ছবির নাম ‘৫ নং স্বপ্নময় লেন’। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ধাগা প্রোডাকশনস। সম্প্রতি মুক্তি পেলো এই ছবির একটি ট্রেলার। বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার।
একটি লেনবাড়ির নিত্যদিনের গল্প বলবে এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। এছাড়াও আছেন অন্বেষা হাজরা, সুমন ব্যানার্জি, ফাল্গুনি চট্টোপাধ্যায়,বিমল চক্রবর্তী। ‘এটা আমাদের গল্প’ ছবির পর আবারও পরিচালক মানসী সিনহার ছবিতে কাজ করলেন অপরাজিতা আঢ্য। আগের বারের মতো এই ছবিতেও থাকার কথা ছিলো অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়েরও। তবে কোন কারণে তিনি এই ছবির অংশ হতে পারেননি।
আরও পড়ুন – Bhusworgo Bhoyonkor poster: ফিরছেন ফেলুদা,প্রকাশ্যে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজের পোস্টার
ট্রেলারে যেটুকু দেখানো হয়েছে, তাতে বেশ বোঝা যাচ্ছে, আনন্দ,দুঃখ,হাসি,ঠাট্টা,মজার গল্প বলবে এই ছবি। ট্রেলারেই ইতিমধ্যে দর্শকের নজর কেড়েছেন অভিনেতারা।
আরও পড়ুন- Sanjay Dutt in Baaghi 4:‘বাঘি ৪’- য়ে এবার সঞ্জয় দত্ত!
আগামী ২০ শে ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই নতুন ছবি। পরিচালকের আগের ছবি ‘ এটা আমাদের গল্প’ বক্স অফিসে বেশ ভালো মতোই সাফল্য আনতে সক্ষম হয়েছে। দর্শকদের কাছ থেকেও প্রচুর প্রশংসা পেয়েছেন নির্মাতারা। সুতরাং এ কথা জোর দিয়েই বলা যায় যে, এই ছবিও বক্স অফিসে ভালো সাফল্য আনতেই পারে।