Sonu Sood:অভিনেতার পর পরিচালকের আসনে এবার দেখা গেলো অভিনেতা সোনু সুদকে। হ্যাঁ ঠিকই শুনছেন! আসছে সোনু সুদ পরিচালিত নতুন ছবি ‘ফতেহ’। মুখ্য ভূমিকায় রয়েছেন সোনু সুদ স্বয়ং। পাশাপাশি ছবিতে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফারনান্দেজ।
সোনু সুদ,জ্যাকলিন ছাড়াও ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ সহ আরও অনেকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি টিজার। টিজারে রীতিমত অ্যাকশান প্যাকড অবতারে দেখা গেলো অভিনেতা সোনু সুদ কে।
আরও পড়ুন- Akshay Kumar in ‘ Bhoot Bangla”:‘হরর কমেডি’ ছবিতে এবার অক্ষয়!
আগামী বছরে ১০ ই জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির টিজার মুক্তি পাওয়া মাত্রই দর্শক মহলে শুরু হয়েছে উত্তেজনা। আশা করা যায়, অভিনেতার পাশাপাশি পরিচালকের আসনে অসেই বক্স অফিস সাফল্য আনতে পারেন সোনু সুদ।