Hati Hati Pa Pa:বড়পর্দায় আবারও একসাথে দেখা যাবে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। ‘চ্যাম্প’ ছবির পর আবারও একসঙ্গে দেখা যাবে তাদেরকে। তাদের এই নতুন ছবির নাম ‘হাঁটি হাঁটি পা পা’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ণব মিদ্যা। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সেলুলয়েড ফিল্মস। সম্প্রতি মুক্তি পেলো ছবির একটি পোস্টার।
বাবা-মেয়ের সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবিতে রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত ছাড়া আর কোন অভিনেতা অভিনেত্রী থাকবে সেই সমন্ধে এখনও কিছু জানা যায়নি। কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে একেবারে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। এর আগে টেক্কা ছবিতে তার অভিনয় সবার নজর কেড়েছে। পাশাপাশি তার আসন্ন ছবি ‘বিনোদিনী’ র টিজারও দর্শকের নজর কেড়েছে।
আরও পড়ুন- আসছে ১০ ই জুন, মুখ্য ভূমিকায় সৌরভ,সৌমিতৃষা
২০২৫ সালের মে-জুন মাসে মুক্তি পাচ্ছে এই ছবি। এমনটাই জানিয়েছেন নির্মাতারা। আশা করা যেতে পারে বক্স অফিসে এই ছবি বেশ ভালো সাফল্য আনবে।

ছবির পোস্টার।