The Girlfriend: বড়পর্দায় আসছে নিখাদ ভালবাসার গল্প ‘দ্য গার্লফ্রেন্ড’। মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ছবির চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল রবিন্দ্রন। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ধিরাজ মঙ্গিলিনেনি এবং বিদ্যা কপিনেদ্দি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার।
রশ্মিকা ছাড়াও ছবিতে রয়েছেন ধিকশিত শেট্টি, রাও রমেশ,রোহিণী। এছাড়া ছবিতে আছেন আরও অনেকে। ছবির টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রচুর দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। হিন্দি ভাষার পাশাপাশি আরও বিভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি।
আরও পড়ুন- Khadaan Trailer:মাস অবতারে ‘শ্যাম’ দেব! প্রকাশ্যে খাদান ছবির ট্রেলার
সূত্রে খবর, আগামী বছরে মুক্তি পেতে পারে রস্মিকা মান্দানা অভিনীত এই নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’। তবে ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত সিনেপ্রেমীরা। এখন এটাই দেখার যে বক্স অফিসে এই ছবি কতোটা প্রভাব ফেলতে পারে।