Dev-Anirban:২০২১ থেকেই ছবি নিয়ে চলছিল জল্পনা। কবে এই ছবি আসবে, তা দেখতেই মুখিয়ে ছিল সিনেপ্রেমীরা। অবশেষে সেই খবরে শীলমোহর পড়ল। সম্প্রতি মহরত হয়ে গেলো এই ছবির। মহরতে উপস্থিত ছিলেন দেব,অনির্বাণ ভট্টাচার্য,ইধিকা পল, রূপা গাঙ্গুলী সহ আরও অন্যান্য অভিনেতা – অভিনেত্রীরা।
ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব এনটারটেনমেনট ভেঞ্ছারস এবং এসভিএফ।
সূত্রে খবর, ছবিতে খল চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। পাশাপাশি একজন ডাকাত রাণীর চরিত্রে অভিনয় করবেন রূপা গাঙ্গুলী। অন্যান্য চরিত্রে থাকছেন ইধিকা পল এবং সোহিনী সরকার।
আরও পড়ুন – Solanki Roy in new series ‘ Bish hori’:আসছে নতুন সিরিজ ‘বিষহরি’,মুখ্য চরিত্রে সোলাঙ্কি
শোনা যাচ্ছে, সম্প্রতিই শুরু হবে ছবির শুটিং। খাদান ছবির পর থেকেই দেবভক্তদের মনে শুরু হয়েছে উত্তেজনা। এমনটাও জানা গেছে, খাদান ছবির থেকেও বড় বাজেটের ছবি হতে চলেছে রঘু ডাকাত।

ছবির মহরতে দেব অনির্বাণ।

টিম রঘু ডাকাত।