Jeet-Prosenjit:সরস্বতী পুজোর দিনই বড় চমক দিলেন বাংলার দুই সুপারস্টার জিৎ এবং প্রসেনজিৎ। কারণ জনপ্রিয় অ্যাপ নেটফ্লিক্সে আসছে তাদের নতুন সিরিজ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপটার। সিরিজটি পরিচালনা করছেন দেবতমা মণ্ডল এবং তুষার কান্তি রায়। মূলত নীরজ পাণ্ডের খাঁকি ইউনিভারসের পার্ট হতে চলেছে এই সিরিজ।
ছবিতে জিত-প্রসেনজিত ছাড়াও থাকছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। সিরিজে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং,মিমো চক্রবর্তী, ঋত্বিক ভৌমিক সহ আরও অন্যান্য অভিনেতা – অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার। মুক্তির পরপরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা।
আরও পড়ুন- Killbill Society Poster:প্রকাশ্যে ‘কিলবিল সোসাইটি’ র পোস্টার, কে কে থাকছেন ছবিতে?
টিজার মুক্তির পরপরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। এই সিরিজ কবে মুক্তি পাবে সেই নিয়ে এখনও নির্মাতারা। তবে এই প্রথমবার জিত-প্রসেনজিত কে দেখা যাবে একসঙ্গে। পাশাপাশি রয়েছেন তাবড় অভিনেতারা। আশা করা যায়, এই সিরিজটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে দর্শকদের মধ্যে।