Batsorik:অনেক দিন পর আবার বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের পরিচালনায় আসছে নতুন ছবি বাৎসরিক। কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির শুটিং। ছবির প্রযোজনায় বিগ স্ক্রিন প্রোডাকশন।
ছবিতে শতাব্দী রায়ের পাশাপাশি থাকছেন ঋতাভরী চক্রবর্তী। ঋতাভরীর সঙ্গে এর আগে গৃহস্থ ছবিটি করেছেন মৈনাক। সেই ছবিটিও মুক্তি পাবে সামনেই। অন্যদিকে মৈনাকের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন শতাব্দী রায়। মূলত সাইকলজিক্যাল ড্রামা হতে চলেছে এই ছবি। ছবিটি মূলত নারিকেন্দ্রিক।
আরও পড়ুন- Jeet-Prosenjit on Netflix:ওটিটিতে জিৎ- প্রসেনজিৎ, আসছে নতুন সিরিজ ‘খাঁকিঃদ্য বেঙ্গল চ্যাপ্টার’
ছবি কবে মুক্তি পাবে, সেই নিয়ে এখনও বিশদে কিছু জানাননি নির্মাতারা। তবে এই ছবির ঘোষণা হবার পর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। এখন এই নতুন ছবি কেমন হয়,সেটাই দেখার।

মৈনাক ভৌমিকের নতুন ছবিতে ঋতাভরী- শতাব্দী।