ItsmajjaMusicBangla : নতুন চ্যানেল Itsmajja music bangla র নাম ইতিমধ্যেই আপনারা শুনেছেন। তার সদ্য প্রকাশিত গান জানি দেখা হবে আবার গানটি ইতিমধ্যেই পেয়েছে ১ মিলিয়ন ভিউ। তবে এখানেই শেষ নয়,রয়েছে আরও অনেক অনেক চমক, কী সেই চমক?
আসছে আরও একাধিক গান। এই গান গুলিতে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্য,অঙ্গনা রায়, রণজয় বিষ্ণু ,শ্যামৌপ্তি, শ্রীমা ভট্টাচার্য, রাহুল দেব বোস,ঋতব্রত মুখোপাধ্যায়, জন ভট্টাচার্য, ঐশ্বর্য সেন, ঋষভ বসু সহ আরও অনেকে। গান গেয়েছেন অনুপম রায়ের মতো শিল্পীরা। পাশাপাশি গান গেয়েছেন বুদ্ধা এম, আঁচল ঠাকুর, ঐশ্বর্য সেন সহ আরও অন্যান্যরা।
আরও পড়ুন – Jani Dekha Hobe Abar Hits 1 million: ১ মিলিয়ন ভালবাসায় ‘ জানি দেখা হবে আবার’
গানে গানেই মেতে থাকুক বাঙালি। আনন্দ ,রাগ, দুঃখ সব কিছুর মিশেলের গানই পাওয়া যাবে এই নতুন চ্যানেলে। তার জন্য সাবস্ক্রাইব এই নতুন চ্যানেলে। নতুন এই গানগুলির বেশ কিছু ঝলক রইল নীচের লিঙ্কে। আর বিনোদন জগতের নানা তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন ItsmajjaBangla. পাশাপাশি ফেসবুক এবং ইন্সটাগ্রামে আমাদের ফলো করুন নিত্যনতুন আপডেট পেতে।