Bhog : “ মায়ের পুজো চলছে, কথা বলবেন না।“ কেন এমন বললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য? জানুন বিস্তারিত?
জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচইতে আসছে নতুন সিরিজ ‘ভোগ’। অভীক সরকারের লেখা এই গল্প সানডে সাসপেন্সের শোনার কারণে শ্রোতা মহলে তা ভীষণ জনপ্রিয়। সেই গল্পকেই এবার সিরিজের দুনিয়ায় আনছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সিরিজে মুখ্য ভূমিকায় অর্থাৎ অতীনের চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, পাশাপাশি সিরিজে অভিনয় করেছেন পার্ণো মিত্র এবং রজতাভ দত্ত।
আরও পড়ুন – New movie Puratawn Teaser:মুক্তি পেলো নতুন ছবি ‘পুরাতন’ এর টিজার
আগামী মে মাসে পাচ্ছে এই নতুন সিরিজ ভোগ। শ্রোতাদের কাছে এই গল্প জনপ্রিয় তো বটেই, এখন সিরিজপ্রেমীদের কাছে এই সিরিজ কতোটা জনপ্রিয় হয়ে ওঠে, তাই এখন দেখার।