Babji Sanyal:আজ, ৬ই এপ্রিল ,সকালে Itsmajjabangla র Channel head শ্রী বাবজি সান্যাল পরলোক গমন করেছেন। তার এই আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত। তার প্রয়াণে Itsmajjabangla জানায় বিনম্র শ্রদ্ধা।
চ্যানেলের শুরুর থেকে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন তিনি। একটি সম্পূর্ণ নতুন টিম নিয়ে শুরু করেছিলেন পথচলা। এই চ্যানেলের বয়স মাত্র ৭ মাস। তার মধ্যেই Itsmajjabangla রীতিমত পরিচিতি পেয়েছিল দর্শকমহলে। তা যে ওনার হাত ধরেই এ কথা বলার অপেক্ষা রাখেনা। একে একে সবাইকে যোগ্য করে তোলার অঙ্গীকার নিয়েছিলেন তিনি। আজ আরও অনেক স্মৃতি, অনেক কথা ভেসে আসছে। তবে এই বিষাদের দিন যেন আর কলম চলছে না । শুধু একটাই কথা, যেখানেই থাকুন, ভালো থাকুন। আমরা আপনার স্বপ্ন সত্যি করার অঙ্গীকার নিলাম।