পৃথিবীতে সবার কাছে ‘মা’ শব্দটি এক আলাদা স্থান বহন করে । মায়ের ভালোবাসা, মায়ের স্পর্শ , মায়ের শাসনের কাছে সব কিছুই যেন মাথা নত হতে হয়। পাশাপাশি নিজেদের অভিভাকদের স্বপ্ন পূরণের দায়িত্বও কিন্তু সন্তানের ওপর বর্তায়। মায়ের ভালোলাগা , খারাপ লাগাও সন্তানের বোঝা উচিত। এমনই এক মা – মেয়ের সম্পর্কের গল্প বলবে ItsmajjamusicBangla র নতুন গান ‘ আগলে রেখো মা ‘ ।
গানটিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সম্প্রতি প্রিয়াঙ্কা জানিয়েছেন, মামণি অর্থাৎ অপরাজিতাদির সঙ্গে অভিনয় সত্যিই এক আলাদা অনুভূতি। প্রসঙ্গত, অনেক দর্শকই তাদের ‘ অন স্ক্রিন ‘ মা – মেয়ে ভাবে থাকেন। বাসতব জগতেও যে সেই কথা সত্যি, তা যেন অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কা। অভিনয়ের পাশাপাশি গানটির পরিচালকও প্রিয়াঙ্কা। সেই নিয়েও চিন্তায় ছিলেন অভিনেত্রী।
তবে অপরাজিতা দি নিজেকে পুরো সঁপে দিয়েছেন পরিচালকের কাছে। যে কারণে আরও কাজ সহজ হয়ে গেছিল প্রিয়াঙ্কার কাছে। অন্যদিকে অপরাজিতা দির কথায়, আমি প্রথমেই itsmajja bangla কে ধন্যবাদ দেব এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। অভিনয়ের পাশাপাশি যে পরিচালনাতেও প্রিয়াঙ্কার গুণ আছে তা দেখানোর জন্য ধন্যবাদ। পাশপাশি, পরিচালনাতেও যে প্রিয়াঙ্কা বেশ চৌখস তাতেও আশ্চর্য হয়েছেন অপরাজিতা দি।
শ্রী সৌরিন্দ্রনাথ দত্ত এবং Media one solutions এর প্রযোজনায় এই গানটিতে গান গেয়েছেন সুচিস্মিতা চক্রবর্তী, সুর দিয়েছেন ঈশান মিত্র। গানটি লিখেছেন সোমরাজ দাস এবং চিত্রগ্রহণ করেছেন রোহন কুমার পল।
তাহলে আর দেরী কিসের ? Itsmajja music চ্যানেলে গিয়ে এখনই শুনে নিন নতুন গান আগলে রেখো মা। পাশপাশি বিনোদনের নানা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ItsmajjaBangla