সম্প্রতি মুক্তি পেলো নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি “বহুরূপী”র ট্রেলার। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে উইন্ডোজ প্রোডাকশনস। এই ছবির টিজার আসার পরপরই দর্শক মহলে তা সাড়া ফেলেছিল।
গ্রামীণ ব্যাঙ্ক ডাকাতির ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ,কৌশানী মুখার্জী এবং ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ নিজেই। শিবপ্রসাদ কে ট্রেলারে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন চরিত্রে। তার চরিত্রে যে চমক থাকবে, তা সুস্পষ্ট। অন্যদিকে, কৌশানীর চরিত্রেও থাকছে চমক। তাকেও এই ট্রেলারে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাচ্ছে। পাশাপাশি, পুলিশ অফিসারের চরিত্রে আলাদা করে নজর কেড়েছেন আবীর। অন্যদিকে ঋতাভরী যেন এই ছবির মূল আকর্ষণ। তাকেও এক ভিন্ন চরিত্রে পর্দায় তুলে ধরেছেন পরিচালক। সূত্রের খবর, একাধিক লোকেশনে হয়েছে এই ছবির শুটিং।
ডাকাত- পুলিশের এই দ্বন্দ্বে জিতবে কে? জানতে হলে দেখতে হবে ‘বহুরূপী’। আগামী ৮ই অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। পাশাপাশি মুক্তি পেতে চলেছে দেব- সৃজিত জুটির টেক্কা এবং পথিকৃৎ বসুর নতুন ছবি ‘শাস্ত্রী, যাতে মূল ভূমিকায় দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। অর্থাৎ বক্স অফিসে এবার হবে সেয়ানে সেয়ানে টক্কর।