The Bengali files : কাশ্মীর ফাইলসের পর পরিচালক বিবেক অগ্নিহোত্রী আনছেন নতুন ছবি দ্যা বেঙ্গল ফাইলস। বাংলার কিছু অধ্যায়কে তুলে ধরা হবে এই ছবিতে। ছবিতে থাকছেন একাধিক তারকা।
ছবিতে বিভিন্ন সময় যে দেখানো হবে, তা বোঝা গেছে ইতিমধ্যেই। মহন্মদ আলি জিন্না, সরকার, পাঠা, সব চরিত্রকে তুলে ধরা হয়েছে এখানে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, সিমরত কর, দর্শন কুমার, পল্লবী যোশি, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস সহ আরও অনেকে।
আরও পড়ুন – Aamir Khan – Sreelekha Mitra : আমির খানের সাথে কাজ করার অভিজ্ঞতা! কী বললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র?
ছবির টিজার রীতিমত সাড়া ফেলে দিয়েছেন দর্শকমহলে। ছবির বিষয় যে বিতর্কিত, সে নিয়েও আলোচনা চলছে দর্শকমহলে। অনেকের মতে, এই ছবি মুক্তি নাও দেওয়া হতে পারে? নীচের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন এই ছবির টিজার। আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই নতুন ছবি।