Subhashish Mukherjee – Birendra Krishna Bhadra : মাজ্জা খোলাখুলি আড্ডায় উপস্থিত ছিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। মহালয়া ছবিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন তিনি। কীভাবে এসছিল এই চরিত্রের অফার? জানুন বিস্তারিত।
শুভাশিস বাবু জানান, “ পরিচালক সৌমিক সেন আমাকে ফোন কওরে বলেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করতে। বীরেনবাবুর চরিত্রে অভিনয় করতে হবে শুনে চমকে উঠেছিলাম। তারপর চরিত্রের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি যতটা ওনাকে সামনে দেখেছি, সেরমই করার চেষ্টা করেছি। কারণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে অনেকেই চোখে দেখেননি, তার কণ্ঠ শুনেছেন। সেই জায়গা থেকেই চরিত্রটা করার চেষ্টা করেছি।
আরও পড়ুন – The Bengali files Teaser out now : বাংলার কালো অধ্যায় – মুক্তি পেলো দা বেঙ্গল ফাইলসের টিজার
এছাড়াও তিনি বললেন,” আমার থেকে যীশু সেনগুপ্তর কাজ অনেক শক্ত ছিল। উত্তম কুমার কে অনেকেই দেখেছেন, যে কারণে যীশুর কাজ অনেক শক্ত ছিল। সেখানে যীশুকে কুর্নিশ জানাতে হয়।
পুরো সাক্ষাৎকারটি শুনতে এখনই ক্লিক করুন নীচের লিঙ্কে। এর পাশাপাশি এরম নানা ধরণের আড্ডা শুনতে আজই সাবস্ক্রাইব করুন Itsmajjabangla ।