Rabindra Kabya Rahasya: সম্প্রতি হয়ে গেলো ছবির প্রিমিয়ার। উপস্থিত ছিলেন টলিউড মহলের অনেকেই। নতুন ছবি নিয়ে Itsmajjabangla কে কী জানালেন অভিনেতা?
ঋত্বিক জানালেন, প্রিমিয়ারে এসে খুব ভালো লাগছে। ছবির প্রিমিয়ার মানেই ছবির মুক্তি, তাই ভীষণ ভালো লাগছে। তার ওপর দর্শক এখন ছবিটা দেখতে পাবেন, সেটা প্রিমিয়ারের চেয়েও বেশি ভালো লাগা।
হটাৎ এমন একটা গল্পই কেনো বাছলেন অভিনেতা? সে প্রশ্নে অভিনেতা জানালেন, “ এটা খুব দারুণ গল্প। একে এই ছবি থ্রিলার, তা ছাড়াও এই গল্পে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ স্বয়ং। তিনি সশরীরে আছেন তো বটেই, তা ছাড়াও তার গল্প এবং সূত্র ছবিটাকে জড়িয়ে রয়েছে। তাই ছবিটা আশ্চর্য এবং অভিনব থ্রিলার বলে আমার মনে হয়।”
আরও পড়ুন – ‘Dhumketu’ Teaser out now : অপেক্ষার অবসান, মুক্তি পেলো ধুমকেতুর টিজার
ছবি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কী জানালেন অভিনেতা? তিনি বললেন, ‘রবীন্দ্র কাব্য রহস্য ইতিমধ্যেই চলে এসেছে সিনেমাহলে। যারা আপনারা থ্রিলার দেখতে পছন্দ করেন, তারাও দেখুন। ছোটদের সঙ্গে নিয়েও দেখতে পারেন এই ছবি। ভালো লাগবে।‘
তাহলে আর দেরী কেন? এখনই দেখে নিন এই নতুন ছবি এবং বিনোদনের নানা তথ্যের জন্য আজই সাবস্ক্রাইব করুন Itsmajjabangla।