অভিনয়ে – জিতেন্দ্র কুমার,সানভিকা ,রঘুবীর যাদব,নীনা গুপ্ত,ফয়জল মল্লিক, চন্দন রায়,দুর্গেশ কুমার সহ আরও অন্যান্যরা
Panchyat Season 4 : ভারতবর্ষের সেরা ওয়েব সিরিজ গুলির একটি হওয়ার দরুণ এই সিজন নিয়ে যে যথেষ্ট মাতামাতি ছিল, এ কথা বাজি রেখে বলা যায়। এই সিজন কি আগের সিজনের মতো হলো? জানুন বিস্তারিত।
এ সিজন এ রাজনীতি ভরপুর থাকবে, সে কথা জানা গেছিল আগেই। সে কারণে এই বার কিছুটা আলাদা লাগবে। অনেকেই তা মানতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ। সিরিজের প্রথম ভালো দিক সবার অভিনয়। অভিনয়ের দিক দিয়ে সবাই নিজের সেরাটা দিয়েছেন। এছাড়াও সেই সিরিজের সবচেয়ে ভালো দিক হলো প্রত্যেক চরিত্রকে এখানে ভীষণ ভালো ভাবে দেখানো হয়েছে।
এছাড়াও সিরিজের যে মূল প্রেক্ষাপট, তা আমার আপনার কাছে খুব পরিচিত । যে কারণে সিরিজের সাথে পুরদস্তুর মিশে যাবেন আপনারা। মনে রাখবেন, অন্যান্য সিজনের থেকে এই সিজন ‘মেজাজের’ দিক দিয়ে বেশ বেশ আলাদা। বিশেষ করে সিরিজের শেষের পর্বে তা আরও প্রকট হয়ে ওঠে।
আরও পড়ুন – Itsmajjabangla exclusive : নতুন ছবি রবীন্দ্র কাব্য রহস্য নিয়ে কী বললেন পরিচালক সায়ন্তন ঘোষাল?
যে মুহূর্তে এই সিরিজ শেষ হয়, তাতে পরের সিজন যে আসবে তার ক্ষীণ আশা রয়েছে। তবে এই মুহূর্ত র ‘জোর’ যে আগের সিজনের মতো, তা বলা যায় না। সে কারণেই এবারে কিছুটা পিছিয়ে থাকল। তবে সব কিছুকে সরিয়ে রাখলে এই সিরিজ দেখতে পারেন নিঃসন্দেহে।