নিজের মনের মতো বাঁচাটাই যে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার গল্পই হয়তো বলবে নতুন ছবি কালিধর লাপাতা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। এই ছবির পরিচালক মধুমিতা। কে কে থাকছেন এই ছবিতে? জানুন বিস্তারিত।
ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অভিষেক বচ্চন। ট্রেলারে তাকে বেশ অন্যরকম লাগছে। মূলত তাকে ঘিরেই এই ছবির প্রেক্ষাপট। এই গল্পে কোনও ভাবে তিনি নিখোঁজ হয়ে যাবেন এবং সেখান থেকেই হবে গল্পের শুরু। শেষে কী হবে তা নিয়েই এই গল্প। ছবিতে অভিষেক বচ্চন ছাড়াও থাকছেন দৈভিক এবং মহন্মদ জিশান আয়ুব।
আরও পড়ুন – Panchyat Season 4 Review: রাজনীতির রং চেনালো ‘পঞ্চায়েত সিজন ৪’
ট্রেলারে প্রথম যে দিক টি সবার নজর কাড়বে, তা হলো অভিষেক বচ্চনের অভিনয়। বিগত কিছু বছর ধরে কাজ সত্যিই প্রশংসিত হবার মতো হচ্ছে। এর আগের কাজ I want to talk’ ছবিটিও বক্স অফিসে সাফল্য না পেলেও অভিনয়ের দিক দিয়েই ভীষণভাবে প্রশংসিত হয়েছে। এই নতুন ছবির ট্রেলারেও তার অভিনয়ের ঝলক প্রমাণ করে দিচ্ছে এই ছবিতেও তার অভিনয় বেশ নজর কাড়তে চলেছে। আগামী ৪ জুলাই zee 5 মুক্তি পাচ্ছে এই ছবি। অভিষেক বচ্চনের আরও একটি সেরা কাজের অপেক্ষায় রইলাম আমরা।