Ramayana : রণক্ষেত্রে এবার মুখোমুখি রণবীর কাপুর এবং রকিংস্টার ইয়াশ। হ্যাঁ ঠিকই ধরেছেন, নতুন ছবি রামায়াণাতে রাম এবং রাবণের চরিত্রে দেখা যাবে তাদের দুজনকে। এর পাশাপাশি ছবিতে থাকছেন সাই পল্লবী, রবি দুবে এবং সানি দেওল। কোন কোন চরিত্রে থাকছেন তারা? আর ছবিতে অন্য কি চমক রয়েছে? জানুন বিস্তারিত।
এই টিজারটিতে প্রথমেই দেখানো হয়েছে ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতাকে। অসাধারণ ভিএফএক্স এর মাধ্যমে তুলে ধরা হয়েছে নানা পৌরাণিক কথা।
এই ছবির মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে ছবির আবহসংগীত। এই ছবিতে আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন বিশ্ব বিখ্যাত সুরকার হ্যান্স জিমার এবং প্রখ্যাত ভারতীয় সুরকার এ আর রহমান। এমন একটি পৌরাণিক ছবিতে এদের দুজনের শিল্প যে কতোটা প্রভাব ফেলবে তার রেশ পাওয়া যাচ্ছে এখন থেকেই।
আরও পড়ুন – Aankhon Ki Gustaakhiyan trailer out now : ভিন্ন প্রেমের গল্প বলবে নতুন ছবি ‘আঁখো কী গুস্তাখিয়ান’
নতুন এই ছবিটি পরিচালনা করছেন নিতেশ তিওয়ারি। এর পাশাপাশি এই ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। এছাড়াও লক্ষণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে।
এই ছবিতে একটি বিশেষ ভূমিকায় থাকছেন সানি দেওল। তাকে দেখা যাবে হনুমানের চরিত্রে। যা এই সিনেমার অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে।
ছবির অ্যানাউন্সমেন্ট টিজার আসার পরেই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই মনে করছেন এই নতুন ছবি ভারতবর্ষের চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ছবির প্রথম পার্ট মুক্তি পাবে ২০২৬ এর দিওয়ালিতে। অপর পার্ট টি মুক্তি পাবে ২০২৭ এর দেওয়ালিতে। তাহলে আর দেরি কেন? এখনই দেখে নিন এই নতুন ছবির অ্যানাউন্সমেন্ট টিজার আর জানান কেমন লাগলো।