সিকান্দরের পর আরো একবার বড়পর্দায় আসছেন সুপারস্টার সলমন খান। তবে এবার তার লুক একেবারেই ভিন্ন। সারা শরীরে ঝরছে রক্ত, মুখে এক রাগান্বিত ভাব।
নতুন ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অপূর্ব লাখিয়া। পাশাপাশি এই ছবিতে থাকছেন হিমেশ রেশমিয়া, হীরা সোহাল সহ আরো অনেকে।
প্রথম ঝলকেই নজর কেড়েছে এই ছবি। বিশেষ করে সলমন খানের এরকম লুক বহুদিন বাদে দেখা গেল।
এই ছবি কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি। সুপারস্টারের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি সিকান্দারও সেভাবে বক্স অফিসে প্রভাব ফেলতে পারেনি। এই নতুন ছবি কী সেই খরা কাটাতে পারবে? তারই অপেক্ষায় আছে এখন সিনেমা প্রেমীরা।

নতুন ছবি Battle Of Galwan।