নতুন ওয়েব সিরিজ বানাচ্ছেন পরিচালক হানসল মেহেতা, সেই সিরিজের বিষয় মোহনদাস করমচান্দ গান্ধীর জীবন। এই সিরিজের চিত্রনাট্য লেখা হয়েছে রামচন্দ্র গুহর লেখা ‘Gandhi Before India’ (২০১৩) এবং ‘Gandhi: The Years That Changed the World, 1914-1918’ (২০১৫) বই দুটিকে মাথায় রেখে । গান্ধীজি’র চরিত্রে দেখা যাবে বিখ্যাত গুজরাটি অভিনেতা প্রতীক গান্ধীকে। প্রতীক গান্ধী এর আগে ‘মোহন না মাসালো’ (২০১৫) নাটকে গান্ধীজির চরিত্রে অভিনয় করেছেন। নতুন ওয়েব সিরিজে গান্ধীজির স্ত্রী কস্তুরবা গান্ধীর চরিত্রে দেখা যাবে প্রতীক গান্ধীর স্ত্রী ভাম্মিনি ওজাকে। এই সিরিজের সঙ্গীত পরিচালনা করবেন এ আর রহমান। জানা গেছে, তিনটে সিজনের এই সিরিজের প্রথম সিজন আগামী বছরের শুরুতে মুক্তি পাবে। Applause Entertainment প্রযোজিত এই সিরিজের কার্যনির্বাহী প্রযোজক সমীর নায়ার। এই প্রথমবার একসাথে কাজ করবেন এ আর রহমান ও হানসাল মেহেতা।