জনপ্রিয় ওটিটি অ্যাপ নেটফ্লিক্সে এবার আসছে দো পাত্তি। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী। কাহিনীকার হিসেবে রয়েছেন কণিকা ডিলন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কাজল এবং কৃতী শ্যানন। এছাড়াও দেখা যেতে পারে শাহির সেখ, তানভি আজমি, বৈজেন্দ্র কালা সহ অন্য অভিনেতা দেরও।
দো পাত্তি ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কাজলকে। দর্শকদের মতে, এই ধরণের চরিত্রে এর আগে তাকে দেখা যায়নি। পাশাপাশি কৃতী শ্যাননের চরিত্রে থাকছে চমক। যে কারণে তার চরিত্র দর্শকের সামনে বেশি খোলসা করা হয়নি। তবে বাকি চরিত্রদের সমন্ধে এখনও বিশদে জানা যায়নি।
আগামী ২৮ শে অক্টোবর মুক্তি পাবে এই ছবি। কাজল- কৃতীর এই দ্বন্দ্ব ওটিটির দুনিয়ায় কতোটা সাড়া ফেলতে পারে, তা দেখতে মুখিয়ে আছে সিনেমাপ্রেমীরা।