প্রকাশ্যে এলো নতুন ছবি ‘চালচিত্র’ র টিজার। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরদৌসুল হাসান। ছবিটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত।
বেশ কিছু খুনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট। তবে গল্প সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, সন্দীপ মহেশ্বরী । পাশাপাশি একটি বিশেষ ভূমিকায় থাকছেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা জিয়াউল ফারুখ অপূর্ব। এছাড়াও অন্যান্য ভূমিকায় আছেন ইন্দ্রজিত গুপ্ত, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসু প্রমুখ। টিজারে এক ঝলকেই নজর কেড়েছেন প্রত্যেকেই। এছাড়াও আলাদাভাবে নজর কেড়েছে এই টিজারের আবহসঙ্গীতে চণ্ডীপাঠটি।
আসন্ন বড়দিনে সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। দর্শকদের মনে এই ছবি কতোটা জায়গা করে নিতে পারে, সেটাই দেখার।