আসছে নতুন হিন্দি ছবি “আলফা” । ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলি অভিনেত্রী আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘকে। ছবিটি পরিচালনা করছেন শিব রাওয়াল। প্রযোজনার দায়িত্বে রয়েছে যশ রাজ ফিল্মস। এই প্রযোজনার স্পাই ইউনিভার্সের অংশ হবে ‘আলফা’। হিন্দি ছাড়াও একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। নতুন বছরের বড়দিনে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
ছবিতে একজন স্পাইয়ের চরিত্রে দেখা যাবে আলিয়া কে। তবে শর্বরীর চরিত্র সমন্ধে এখনও কিছু জানা যায়নি। জানা যায়নি ছবির গল্পের ব্যাপারেও। হাই ওয়ে, ডিয়ার জিন্দেগি, গাঙ্গুবাই কাঠিয়াওয়ারির মত ছবিতে দর্শকদের নজর কেড়েছেন আলিয়া। অন্যদিকে, মুঞ্ঝা,মহারাজ,ভেদার মত ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই সিনেমা মহলে বেশ জনপ্রিয় শর্বরী। তাই এই জুটি বড়পর্দায় ম্যাজিক ঘটাতে পারবে বলে আশা করা যায়।