পুজোয় একাধিক ছবি রিলজের পাশাপাশি নানা নাটকের শো রয়েছে। ইটস মজ্জা বাংলা খোঁজ নিল, কোথায় কি হতে চলেছে। তৃতীয়াতে অর্থাৎ ছয় অক্টোবর, নজরুল মঞ্চে মঞ্চস্থ হবে নয়ে নটুয়ার নবতম প্রযোজনা ‘কাব্যে গানে’। গৌতম হালদারের পরিচালিত ও অভিনীত এই নাটকের টিকিটের মূল্য একশো টাকা থেকে এক হাজার টাকা। এই নাটকের আনুমানিক সময়সীমা দুঘন্টা দশ মিনিট। প্রচলিত লোকগীতি; রবীন্দ্রনাথ ঠাকুর, সতেন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামীর কবিতা সমৃদ্ধ এই প্রযোজনা। এছাড়াও, সেদিন কলামন্দিরে ‘জগন্নাথ’ নাটকের শেষ শো অনুষ্ঠিত হবে। এই নাটকের আনুমানিক সময়সীমা দুঘন্টা পয়তাল্লিশ মিনিট। চেতনার এই প্রযোজনা নিয়ে খুব বেশিকিছু বলার বোধহয় প্রয়োজন নেই। এই নাটকের টিকিটের মূল্য চারশো নিরানব্বই টাকা থেকে এগারোশো নিরানব্বই টাকা।

আরো কিছু নাটকের পোষ্টার
পঞ্চমীতে অর্থাৎ আটই অক্টোবর, তপন থিয়েটারে অনুষ্ঠিত হবে ‘বাকি ইতিহাস’। বাদল সরকারের রচিত এই নাটক মঞ্চস্থ করবে ‘বিরহত্তোর বহুরূপী’ নাট্যদল। এই প্রযোজনার টিকিটের দাম দুশো থেকে পাঁচশো টাকা। এই নাটকের আনুমানিক সময়সীমা আড়াই ঘন্টা। এর পরের দিন অর্থাৎ নয় অক্টোবর ষষ্ঠীর দিন একাডেমীতে ‘টেন্থ প্ল্যানেট’ প্রযোজিত নাটক ‘ম্যাকবেথ’-এর শো দুপুর তিনটেয়। এই নাটকের আনুমানিক সময়সীমা দুঘন্টা পনেরো মিনিট। টিকিটের দাম দেড়শো থেকে পাঁচশো টাকা। দশই অক্টোবর, সপ্তমীতে একাডেমীতে থিয়েটার পুষ্পকের উপস্থাপনা ‘যাঃ সব ভন্ডুল’। এই নাটকের আনুমানিক সময়সীমা আড়াই ঘন্টা। টিকিটের দাম একশো ও দুশো টাকা। অষ্টমীতে অর্থাৎ এগারো অক্টোবর একাডেমীতে ‘ইচ্ছেমতো’-র দুটি নাটক মঞ্চস্থ হবে, দুপুরে ‘ওয়েটিং ফর লেফটি’ অবলম্বনে নাটক ‘হেনরি কোথায়?’। সন্ধেবেলা উৎপল দত্ত রচিত নাটক ‘ঘুম নেই’। দুটো নাটকের পরিচালনাই সৌরভ পালোধির। ‘হেনরি কোথায়?’ ও ‘ঘুম নেই’ দুটি নাটকেরই আনুমানিক সময়সীমা দুঘন্টা দশ মিনিট। দুটি নাটকেরই টিকিটের মূল্যই দেড়শো থেকে পাঁচশো টাকা। এরপরে নাটকের শো সেই লক্ষী পুজোর পরেরদিন অর্থাৎ সতেরোই অক্টোবর।