আবার ফিরছেন ‘পর্ণশবরীর শাপ’ সিরিজের বিখ্যাত চরিত্র ভাদুড়ি মশাই। জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচইতে আসছে নতুন সিরিজ ‘নিকষছায়া’। সিরিজটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিরিজে ভাদুড়ি মশাইয়ের চরিত্রে আবারও দেখা যাবে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। পাশাপাশি অন্যান্য চরিত্রে থাকছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়,গৌরব চক্রবর্তী,অর্ণ মুখোপাধ্যায়,অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।
লেখক সৌভিক চক্রবর্তীর গল্প নিয়ে তৈরি হয়েছিল হইচইয়ের সিরিজ পর্ণশবরীর শাপ। তারই সিকুয়াল হিসেবে আসছে ‘ নিকষছায়া’। যেখানে অতিপ্রাকৃতিক সমস্ত ঘটনার সমাধান করতে দেখা যাবে ভাদুড়ি মশাইকে।
আগামী ভূত চতুর্দশীতে মুক্তি পাবে এই সিরিজ। ‘পর্ণশবরীর শাপ’ সিরিজের পর এই সিরিজও সমান জনপ্রিয়তা পায় কিনা,সেটাই দেখার।