বাংলা টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ রাহুল দেব বোস, তার পাশাপাশি কিছু বাংলা ছবিতেও দেখা গেছে তাঁকে । নীরজ পান্ডের ‘খাকি: দা বেঙ্গল চেপ্টার’ দিয়ে বলিউডে পা দিচ্ছেন তিনি। অভিনেতা জানালেন, কিভাবে এই কাজের সুযোগ এলো ওনার কাছে।
রাহুল দেব বোস অভিনয় জীবন শুরুর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। অভিনেতা হিসেবে ওনার প্রথম কাজ ২০১৬ সালে বিজয় মাজি পরিচালিত ‘স্ত্রী’ সিরিয়ালে । এরপর কাজ করেন ‘বাজলো তোমার আলোর বেণু’ (২০১৮-১৯) ও ‘কি করে তোকে বলবো’ (২০১৯-২১) ধারাবাহিকে। সিরিয়ালে কাজ করতে করতেই সুযোগ আসে টেলিফিল্মে কাজের। অভিনয় করেন ‘দেবীগড়ে গড়বড়’ (২০২০) নামক জি বাংলা অরিজিনালসে।
এইসবের পাশাপাশি তাকে বড় পর্দায় দেখা যায় একাধিক ছবিতে: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা'(২০১৮), পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ও পরিচালিত ‘অভিযান’ (২০২২), সুদীপ দাস পরিচালিত ‘কুলের আচার’ (২০২২), অরিত্র সেন পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ (২০২৩)। এখানে উল্লেখযোগ্য বিষয়, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ ছবিটিতে উনি শুভেন্দু চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন। ওয়েব সিরিজে ওনার ডেবিউ ‘নষ্টনীড়’ (২০২৩) এর মাধ্যমে।
অভিনেতা জানিয়েছেন কলকাতায় বসেই ‘খাকি: দা বেঙ্গল চেপ্টার’ এর জন্য অডিশন দিয়েছিলেন। তখন প্রায় বেশিরভাগ চরিত্রের জন্য অভিনেতা নির্বাচন হয়ে গেছে। উনি এই সিরিজে সুযোগ পাওয়ার বিষয় খুব একটা আশাবাদী ছিলেননা। অডিশনের মাস দুয়েক বাদে মুম্বাই থেকে ফোনে যোগাযোগ করে জানানো হয় তারা নতুন চরিত্রের খোঁজ করছে। সেই চরিত্রের জন্য ওনার অডিশন মনোনীত হয়।সেই সময় কলকাতায় ছিলেন নীরজ পান্ডে, তার সাথে দেখা করে অভিনেতা স্ক্রিন টেষ্ট দেন। এরপর বালি থেকে বেরিয়ে এসে শুটিং করেন বোম্বেতে। এই সিরিজে চিত্রাঙ্গদা সিংহের প্রেমিকের চরিত্রে দেখা যাবে রাহুল কে। মুম্বাইয়ে এর আগেও কাজ করেছেন এই অভিনেতা। তবে সেসব কাজ বিপনী সংস্থার জন্য।