জনপ্রিয় ওটিটি অ্যাপ আমাজন প্রাইমে আসছে নতুন সিরিজ সিটাডেল হানি বানি। সিরিজটি পরিচালনা করছেন রাজ অ্যান্ড ডিকে। মুখ্য ভূমিকায় আছেন বরুণ ধাওয়ান,সামান্থা সহ আরও অনেকে। এক্সিকিউটিভ প্রোডিউসারের দায়িত্বে রয়েছেন রুশো ব্রাদার্স। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার।
সিরিজে যে ভরপুর অ্যাকশন থাকবে, তা ট্রেলারে স্পষ্ট। এখানে বরুণ ধাওয়ান একজন আন্ডারকভার এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। তার পার্টনারের ভূমিকায় থাকছেন সামান্থা। কীভাবে তারা এক আন্ডারকভার মিশনে জড়িয়ে পড়বেন, তা জানতে হলে দেখতে হবে সিটাডেল হানি বানি। সিরিজে একটি বিশেষ ভূমিকায় থাকছেন কে কে মেনন। এছাড়াও সিরিজে থাকছেন সাকিব সালিম ,সোহম মজুমদার সহ আরও অনেকে।
জনপ্রিয় টিভি সিরিজ ‘সিটাডেল’ য়ে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং স্কটিশ অভিনেতা রিচার্ড ম্যাডেন। সূত্রের খবর, এই টিভি সিরিজের স্পিন অফ হতে চলেছে ‘সিটাডেল হানি বানি। ‘ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’, গান্স অ্যান্ড গুলাবসে’র পর রাজ অ্যান্ড ডিকের এই নতুন সিরিজ কতোটা জনপ্রিয় হয়, সেই প্রশ্নই এখন দর্শক মহলে।