অঞ্জন দত্তকে বাঙালী চেনে নানান কারণে: সিনেমায় অভিনয়, সিনেমা পরিচালনা, গান লেখা ও গাওয়া, নাট্য পরিচালনা ও নাটকে অভিনয়ের জন্য। উনি বারবার বলেছেন, নাটকটাই ওনার সবচেয়ে প্রিয় প্রকাশমাধ্যম। কিছুদিন আগে ফেসবুকে, ‘আরো একটি লিয়ার’ এর পোষ্টার শেয়ার করে অঞ্জন জানান, এটাই ওনার শেষ নাটক। নাটকটি অভিনীত হবে জ্ঞান মঞ্চে নভেম্বর মাসে। স্বপ্নসন্ধানী প্রযোজিত ‘তারায় তারায়’ নাটকে শেষবার মঞ্চে দেখা গেছিল অঞ্জন দত্তকে। সেই নাটকে তিনি ‘ভিন্সেন্ট ভ্যান গগ’-এর চরিত্রে অভিনয় করেন। নেটিজেনদের জল্পনা এই নাটকে থাকবেন শুভ্র সৌরভ দাস। ওনাকে অঞ্জন দত্তর সাথে মঞ্চভাগ করতে দেখা গেছিল, অঞ্জন দত্ত অভিনীত ‘গ্যালেলিও গ্যালিলি’ নাটকে, নাটকটির পরিচালনা করেছিলেন অঞ্জন দত্ত নিজেই।
অঞ্জন দত্তের নাটকের প্রতি আগ্রহ বা সেই নিয়ে প্রচেষ্টার কথা দেখিয়েছেন ওনার পরিচালিত দুটি ছবিতে। এই দুটি ছবিই আত্মজীবনীমূলক, ‘দত্ত ভার্সেস দত্ত’ (২০১২) এবং ‘চালচিত্র এখন’ (২০২৪)। যদিও, অঞ্জন দত্তের পথচলা শুরু মৃণাল সেনের ‘চালচিত্র’ ছবিতে অভিনয় দিয়ে। ‘চালচিত্র এখন’ ছবিটিতে, মৃণাল সেন ও অঞ্জন দত্তের দ্বন্দ্ব, ‘চালচিত্র’ ছবিটি নির্মাণের ইতিহাস সবই রয়েছে। ‘বড়দিন’ (১৯৯৮) ছবি দিয়ে চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি অঞ্জন দত্ত’র। ওটিটি প্ল্যাটফর্মের জন্যেও একাধিক সিরিজ বানিয়েছেন এই বর্ষীয়ান শিল্পী।
‘আরো একটি লিয়ার’ নাটকটিকে কেন শেষ নাটক হিসেবে বেছে নিলেন অঞ্জন দত্ত? ২০২৪ এর ১৯শে জানুয়ারি ৭১ বছরে পা দিয়েছেন অঞ্জন। এই বয়সের সাথে মানানসই লিয়ারের চরিত্র। তবে এরপরে আর নাটকে অভিনয়ের জন্য যে শারীরিক পরিশ্রম করতে হয়, তা আর পেরে উঠবেন বলে মনে করছেননা উনি। শেষ নাটকে শেক্সপিয়ারের ছোঁয়া থাকলে ভালো হবে মনে করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ‘তারায় তারায়’ নাটকে উনি অভিনয় করেন কৌশিক সেনের পরিচালনায়। এছাড়াও, উনি ওনার স্ত্রী ছন্দা সেনের পরিচালনায় বার দুয়েক নাটকে অভিনয় করেছেন। এই নাটক দুটি : হেনরিক ইবসেনের নাটক ‘ঘোষ্ট’ ও বেখ্রটের ‘থ্রী পেনি অপেরা’। তবে শেষ নাটকে বোধহয় তিনি নিজেই পরিচালনার দায়িত্ব সামলাবেন।