এসকে মুভিজের প্রযোজনায় আসছে নতুন ছবি ‘দরদ’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বাংলাদেশী সুপারস্টার সাকিব খান। এছাড়াও ছবিতে থাকছেন সোনাল চৌহান,পায়েল সরকার, রাহুল দেব,জারিন খান, রাজেশ শর্মা সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন আরাফাত মাহমুদ,আরিয়ান মেহেন্দি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার।
সূত্রের খবর, মূলত সাইকলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে দরদ। ছবিতে এক ভিন্ন রূপে দেখা যাবে সাকিব কে। পাশাপাশি, ছবিতে বাকিদের চরিত্রে থাকতে পারে চমক। কানাঘুষো শোনা যাচ্ছে, ছবিতে দেখা যেতে পারে যীশু সেনগুপ্তকেও। তবে এই খবরের কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।
আগামী ১৫ ই নভেম্বর মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত ‘দরদ’। পরিচালক রায়হান রাফির জনপ্রিয় ছবি ‘তুফান’ য়ে শেষ অভিনয় করেছিলেন সাকিব।সেই ছবিও পেয়েছিল বহুল জনপ্রিয়তা। তার নতুন ছবিও সেই জনপ্রিয়তা বজায় রাখতে পারে কিনা,সেটাই দেখার।