অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের নির্দেশনায় আছে নতুন নাটক বিজনে বিষের নীল। মুখ্য চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, উপাবেলা পাল, অর্পণ ঘোষাল, তনুজা দে, সুমিত পাঁজা। নাটকটি লিখেছেন সৌমিত দেব।

অর্ণ মুখোপাধ্যায় ( ছবিঃ অন্তরীপা)
সুদর্শন নামক এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালককে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নাটকের প্রেক্ষাপট। সুদর্শনের কেরিয়ার যখন শেষের দিকে, তখনই তার প্রাক্তন ছাত্র কনিস্ক হাজির হয় দুর্দান্ত এক চিত্রনাট্য নিয়ে। তারপর থেকে ঘটতে থাকে বিভিন্ন সব ঘটনা। কি কি পরিবর্তন আসে সেই গল্পে। জানতে হলে দেখতে হবে নতুন এই নাটক।
আগামী ২২ অক্টোবর একাডেমী অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে অর্ণ মুখোপাধ্যায়ের এই নতুন নাটক। তাহলে আর দেরি কেন? এই নাটক দেখতে হলে এখনই টিকিট কাটুন thirdbell.in এ, অথবা ক্লিক করুন নীচের লিঙ্কে।