কিছুদিন আগেই জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচইয়ের ‘ ফেস্টিভ প্রিমিয়ার’ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল বেশ কিছু নতুন ওয়েব সিরিজের কথা। তার মধ্যেই ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন সিরিজ ‘ নিকষ ছায়া’। অর্থাৎ আবারও ওটিটির পর্দায় দেখা যাবে বিখ্যাত চরিত্র ভাদুড়ি মশাইকে। গত ২১ অক্টোবর মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার।
মানুষ এবং অশুভ শক্তির দ্বন্দ্ব দেখাবে এই সিরিজ। হাড়হিম করা নানা অশুভ শক্তির দমন করতে আবারও দেখা যাবে ভাদুড়ি মশাইকে। সিরিজে মুখ্য ভূমিকায় আছেন চিরঞ্জিত চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, অনিন্দিতা বোস, অনুজয় চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। বাগবাজারের বসু বাটিতে হল এই সিরিজের ট্রেলার লঞ্চ। ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, অনিন্দিতা বোস এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় স্বয়ং।
আগামী ভূত চতুর্দশীতে মুক্তি পাচ্ছে এই সিরিজ। পর্ণশবরীর শাপের পর আবারও ফিরছেন ভাদুড়ি মশাই। সেই নিয়ে ইতিমধ্যেই বেশ উন্মাদনা দর্শক মহলে। তবে কেমন হবে এই সিরিজ? জানতে চোখ রাখতে হবে হইচই তে।