আবারও এক ভিন্ন রূপে ফিরছেন অভিনেতা দুলকার সলমন। নতুন তেলেগু ছবি ‘লাকি ভাস্কর’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন ভেঙ্কি আতলুরি। ছবিটি প্রযোজনা করেছেন নাগ ভামসি এবং সাই সৌজন্য। তেলেগু ছাড়াও ছবিটি মুক্তি পাবে হিন্দি, কন্নড়, সহ বিভিন্ন ভাষাতেও।
এক সাধারণ মানুষের জীবন যাত্রার গল্প বলবে ‘লাকি ভাস্কর।‘ ছবিতে দুলকার সালমান ছাড়াও থাকছেন মীনাক্ষী চৌধুরী, সূর্য শ্রীনিবাস, কিশোর রাজু বাসিস্থ সহ আরও অনেকে। গত ২২ এ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে এই তেলেগু ছবি। দক্ষিণী ছবির ভিড়ে এই ছবি কতোটা দর্শক মহলে প্রাপ্যতা পায়, সেটাই দেখার।