এবার শুটিং শুরু হল জনপ্রিয় দক্ষিণী ছবি সালার এর দ্বিতীয় পার্টের। প্রিক্যুয়ালের মতই এই ছবিতে দেখা যাবে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারান এবং শ্রুতি হাসানকে। সূত্রে খবর, ২০ দিনের শিডিউলে ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন সুপারস্টার প্রভাস।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় ছবি ‘সালার’।‘সালার’ ছবির পর তার ‘সালার ২’ তেও পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রশান্ত নীল। ছবিটির প্রযোজনা করছেন বিজয় কিরাগান্দুর। প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারান এবং শ্রুতি হাসান ছাড়াও ছবিতে ছিলেন শ্রীয়া রেড্ডি, ঈশ্বরী রাও, ববি সিমহা, গরুদা রাম সহ আরও অনেকে। তবে ছবির সিক্যুয়ালে তারা থাকবেন কিনা সে সমন্ধে এখনও কিছু জানা যায়নি।
এই ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে এখনও কিছু বিশদে জানা যায়নি। সূত্রে খবর,পরের বছরে আসতে পারে এই ছবি। ‘সালার’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছিল এই ছবি। তার সিকুয়াল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। অতএব বক্সঅফিস সাফল্য আনতে পারে এই ছবিও, তবে এখন শুধু সময়ের অপেক্ষা।