বড় পর্দায় দেখা যাবে এবার নতুন জুটি। জুটি বাঁধতে চলেছেন জীতু কমল এবং শুভশ্রী গাঙ্গুলি। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। নিজে মূলত সুরকার হলেও তিনি বানিয়েছেন কেদারা, বিসমিল্লার মত ছবি। বানিয়েছেন আগন্তুক, উত্তরণের মত ছবিও।
সূত্রে খবর,এখনও পর্যন্ত ছবির নাম ঠিক হয়নি। তবে এ ছবিতে জীতু,শুভশ্রীর পাশাপাশি অভিনয় করছেন একাধিক অভিনেতা- অভিনেত্রী। যার মধ্যে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। পাশাপাশি এই ছবিতে থাকছেন কৌশিক গাঙ্গুলী। এর আগে বিসমিল্লা,কেদারাতে তার অভিনয় দর্শকের নজর কেড়েছিল।
কানাঘুষো শোনা যাচ্ছে, পরিচালক ইন্দ্রদীপ স্বয়ং এই ছবির প্রযোজনার ভার নিয়েছেন। তবে এ কথা বলা যেতে পারে, এই ছবি দেখতে দর্শক হলমুখী হবেন। অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা পেয়েছেন জীতু। অন্যদিকে দেবালয় ভট্টাচার্যের ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজেও নজর কেড়েছেন শুভশ্রী। তারও ওপর রয়েছে এই ছবির কাস্টিং। শোনা যাচ্ছে, আগামী নভেম্বর মাস থেকেই শুরু হচ্ছে এই ছবির শুটিং।